Site icon janatar kalam

লক ডাউন ভঙ্গ কারীদের বিরুধ্যে কঠোর পদক্ষেপ ত্রিপুরা পুলিশের

২১দিনের লক ডাউন ম্যাচের দ্বিতীয় দিনে রাজধানীর রাজপথে অকারণে বের হওয়া অতি উৎসাহীদের উপরে ঝড়ো ব্যাটিং শুরু করে পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লক ডাউন ভঙ্গ কারীদের ঘর মুখো করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে পুলিশ, টি এস আর,এবং সি আর পি এফ বাহিনী ।

Exit mobile version