জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সচিবালয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রীর উপস্থিতিতে রাজ্যে জল জীবন মিশন বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তাছাড়া রাজ্যে জল জীবন মিশনের সঠিক বাস্তবায়নের উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফর্মার স্থাপনের বিষয়ের জন্য আজ সচিবালয়ে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মার অফিস কক্ষে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠিত সভায় আলোচনা করা হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের বৈঠকে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও উপস্থিত ছিলেন । সভায় আলোচনায় উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা জল জীবন মিশনে রাজ্যের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অ্যাসপিরেশনাল ব্লকগুলিকেও প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন । পাশাপাশি তিনি এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যায়ক্রমে পরিকল্পনা কার্যকর করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন । সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , রাজ্যে জল জীবন মিশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার । এই প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মিশন মুডে কাজ করছে দপ্তর । সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় , আগামী ১ মাসের মধ্যে ১৮ ১ টি ট্রান্সফর্মার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে । পাশাপাশি পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ৭২২ টি স্মলবোর ডিপ টিউবওয়েল চালু করতে দ্রুত প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা করা হবে । বিদ্যুৎ সংযোগ এবং ট্রান্সফর্মার স্থাপনের কাজ সম্পন্ন করা হলে বিশাল সংখ্যায় প্রায় ৩০ হাজার পানীয় জলের কানেকশন দেওয়া সম্ভব হবে বলে সভার আলোচনায় উঠে আসে । এরজন্য ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরকে প্রয়োজনীয় অর্থও প্রদান করা হয়েছে বলে সভায় প্রদত্ত তথ্যে জানা যায় । সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে সমন্বয়সাধন করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে । তাছাড়া পানীয় জল প্রকল্প সমূহের সঠিক বাস্তবায়নে এখন থেকে প্রতি মাসে বৈঠক করা হবে বলে সভায় আলোচনায় প্রাধান্য পায় । পানীয় জল প্রকল্প সমূহ দ্রুত কার্যকর করার জন্য সভা থেকে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনীয়ারদের সমন্বয়ে একটি দলও গঠন করা সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার রাজীব দেববর্মা রাজ্যে জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । সভায় বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে , ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড . এম এস কেলে প্রমুখ উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন