দেশের সাধারণ নাগরিকদের ভোটদান ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই পালন করা হয় জাতীয় ভোটার দিবস । ভোটারদের নিজেদের মতদান সম্পর্কে সচেতন করে তুলতে পারলেই রাষ্ট্র কিংবা রাজ্য পরিচালনায় একটি মজবুত সরকার প্রতিষ্ঠিত করা যায় এবং রক্ষা করা যায় দেশের গনতন্ত্রকে । শনিবার রাজধানীর রবীন্দ্রভবনে আয়োজিত ১০ম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল রমেশ বৈশ । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত , এম এল দে , নির্বাচন কমিশনার সমীর বার্মা ও অতিরিক্ত জেলা শাসক তপন কুমার দাস ।