জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে এসেছেন, এবার তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষে বাড়ানো হলো শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ভাতা, 21 টি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত শ্রমিকরা এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই সুযোগ পাবেন। এতে উপকৃত হবে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকেও সরকার নির্ধারিত এই মজুরি দিতে হবে। না দিলে যেন কেউ কাজ না করে, শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শ্রম মন্ত্রী ভগবান দাস।