Site icon janatar kalam

৫১ বিজয়ীদের নিয়ে প্রদেশ বিজেপির বিজয় মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলটি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, টিংকু রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, বিজেপি যুব মোর্চা দলের সভাপতি নবাদল বণিক সহ আরো অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা বলেন যে সমস্ত ষড়যন্ত্রকারীরা রাজ্যে অশান্তির বাতাবরন তৈরী করার চেষ্টা করেছেন তাদেরকে জনগণ যোগ্য জবাব দিয়েছেন ও ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের তাদের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version