Site icon janatar kalam

২২ বছর আগের রেকর্ড ভাঙতে পারেনি বহিরাগত তৃণমূল কংগ্রেস রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সদ্যসমাপ্ত হওয়া আগরতলা পুরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দ্বিতীয় স্থান অধিকার করেছে বলে দাবি করা তৃণমূল কংগ্রেস কে এক প্রকার তুলোধুনো করল তথ্যসহিত রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সোমবার রাজ্যের মহাকরণে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তথ্য তুলে ধরেন রাজ্যের শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি যে সব বহিরাগতরা ত্রিপুরায় এসে বলছেন ৩ মাসে ২০% ভোট পেয়েছেন তাদের স্মরণ করে দিতে চাই আজ থেকে ২২ বছর আগে তৃণমূল ২৬.৪% ভোট পেয়েছিলো এরপরেও ত্রিপুরায় ক্ষমতায় আসা তো দূরের কথা প্রার্থী খোঁজে পায়নি । আর এখন বলছে আসল খেলা হবে ।ত্রিপুরার মানুষ আগেও এদের প্রত্যাখ্যান করেছে আর ভবিষ্যতেও করবে বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version