Site icon janatar kalam

বেশ কিছু দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান বিরোধী সিপিআইএমের শাখা সংগঠনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বেশ কিছু জায়গায় দুস্কৃতিকারীদের দ্বারা ঘটিত বিক্ষিপ্ত ঘটনার খবর চাউর হতেই প্রশাসনের দ্বারস্থ হল বিরোধী দল সিপিআইএমের শাখা সংগঠন। বেশ কিছু দাবী দাওয়া নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল জিএমপি, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিএমপি সভাপতি রাধাচরন দেব্বর্মা বলেন এই মাসে রাজ্যের দুটি জায়গায় অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন হয়ে ১২ নভেম্বর মধ্যরাতে স্বামী স্ত্রী বিশ্রামগাং পিএসের অধীনস্থ ওরাং গ্রামে অর্কেস্ট্রা প্রোগ্রামে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তার স্ত্রীকে তুলে নিয়ে রাস্তার দেওন বাজারের কাছে ধর্ষণের চেষ্টা করে এবং স্বামী প্রতিবাদ করলে, এরপর দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করলে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। দ্বিতীয় ঘটনা এবং 19 নভেম্বর মধ্যরাতে স্বামী-স্ত্রী R.K.পুর P.S. এর অধীনে পাটিছড়ি অর্কেস্ট্রা প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। টেপানিয়া ইকো পার্কের কাছে কয়েকজন দুর্বৃত্ত স্ত্রীকে তুলে নিয়ে গ্যাং রেপ করে। স্বামী প্রতিবাদ করলে তাকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনার পরও পুলিশ এখনো দোষীদের গ্রেপ্তার করতে পারেনি তারই পরিপ্রেক্ষিতে আজ জিএমপি, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে দোষীদের কঠোর শাস্তির দাবিতে ডি আই জির নিকট এই ডেপুটেশন প্রদান বলে।

Exit mobile version