জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এখন পর্যন্ত মোট 841 টি লোক আদালতের বেঞ্চ বসেছে, তারমধ্যে বিচারের জন্য মামলা উঠেছিল এক লক্ষ নব্বই হাজার 762 টি, নিষ্পত্তি হয়েছে 88 হাজার 250 টি মামলা, শনিবার এই তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী রতন লাল নাথ,এদিন রাজ্য সরকারের আইন দপ্তর ও স্টেট লিগাল সার্ভিস অথরিটির যৌথ উদ্যোগে মহাকরণ আইন দপ্তর এর কার্যালয়ে দু’দিনব্যাপী লোক আদালত বসেছে , সরকারি কর্মচারীদের মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে, দুদিনে মোট 193 টি মামলা নিষ্পত্তি করা হবে বলে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী রতন লাল নাথ ও আইন সচিব বিশ্বজিৎ পালিত সহ অন্যান্যরা বিচারকের দায়িত্বে রয়েছে অবসরপ্রাপ্ত জেলা বিচারক সুভাষ শিকদার।