Site icon janatar kalam

বিরোধীদের অপচেষ্টায় জল ঢেলে দিয়েছে গনদেবতারা, ভোট হয়েছে নির্বিঘ্নে – নবেন্দু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ সম্পন্ন হল পুর নিগম ও নগর পঞ্চায়েতের সাধারন নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা কিছুটা বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা চালালে প্রশাসনের হস্তক্ষেপে তা নিমেষে থেমে যায়। তাছাড় পুর নির্বাচনকে ঘিরে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যবাসী আজ প্রতিরোধ গড়ে তুলেছেন৷ গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছেন রাজ্যের গণ-দেবতারা৷ তাই আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ কমিটি ভোটারদের ধন্যবাদ জানিয়েছে৷ তার সাথে সাথে বিরোধী সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে ভোট প্রহসনের একই অভিযোগ আনার জন্য তীব্র সমালোচনা করেছেন শাসক দল বিজেপি। এদিন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কটাক্ষ, শক্তিহীন সিপিএমের বিষদাঁতের প্রয়োজন ছিল৷ তাই তৃণমূলের সাথে ছায়াজোট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল৷ ভোট বানচালের চেষ্টা করেছিল তাঁরা৷ কিন্তু তাতে সফল হতে পারেনি৷ ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে বলেন নবেন্দু৷ তাছারা এদিন শাসক দলের মুখপাত্র নবেন্দু আরও বলেন, পাঁচটি আসনে অভিযোগ ছিল৷ এক্ষেত্রে বাকি ২১৭টি আসনে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে, এমনটাই প্রমাণিত হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বিরোধীরা আজ সম্মানজনক পশ্চাদপসরণের রাস্তা বেছে নিয়েছেন৷ বলেন, এই প্রথম পুর সংস্থা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুপ্রিমকোর্ট নির্বাচনে নজরদারি রেখেছে৷ তাঁর কথায়, বিরোধীদের আনা সমস্ত অভিযোগের তদন্ত করুক পুলিশ৷ কারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিরোধীরাই আপ্রাণ চেষ্টা করেছেন৷ ভোটাররা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন৷ ভট্টাচার্যের দাবি, পুর নির্বাচনে আজ ছোটখাটো ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ ছিল৷ তবে বড় ধরনের ঘটনা সংগঠিত করার আপ্রাণ চেষ্টা হয়েছিল, ষড়যন্ত্রকারীরা এতে সফল হননি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূল ভোটে লড়তে আসেনি৷ সিপিএমের জন্য এসেছে৷ মানুষ তা বুঝে গেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version