2024-12-03
agartala,tripura
রাজ্য

জিবি হাসপাতালে পবিত্র কর । খোঁজ নিলেন আহত দলীয় কর্মীর ##03

হালহালি লোকাল কমিটির কৃষক সভার সম্পাদক অঞ্জন দেব সহ আরো দুজন আক্রান্ত ।
অভিযোগের তীর বিজেপি কর্মীদের উপর ছুড়লেন সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক
পবিত্র কর । সোমবার জিবি হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করে বলেন বিরোধী দলের কর্মসূচীকে বাধা দিতেই এই সন্ত্রাস তৈরির চেষ্টা । যদিও এতে কোন লাভ হবেনা বলেই তিনি অভিমত ব্যক্ত করেন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service