Site icon janatar kalam

ধর্মনগর পুর ভোটের নির্বাচনী সভায় প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন ধর্মনগর পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ধর্মনগরের ৬ নাম্বার ও ১৬ নাম্বার ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নিকন্যা সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ভোটারদের উন্নয়নের স্বার্থে এবং আধুনিক নগর গড়ে তোলার জন্য বিজেপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহবান জানান। এদিনের সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version