জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামসংকীর্তন উৎসবের আয়োজন করা হয়। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করেন এবং আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যেন জয়ী হন তার প্রার্থনাও করেন। তাছাড়া দীর্ঘদিন পুরনো এই নাম সংকীর্তন উৎসব রাজ্যের আধ্মাত্মিক উন্মেষের অন্যতম স্থান বলে মত প্রকাশ করেন।