Site icon janatar kalam

আগরতলা মর্ডান সাইক্রিয়েটিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৬ জন বাংলাদেশীকে হস্তান্তর করা হল পরিবারের হাতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থিত মর্ডান সাইক্রিয়েটিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ৬ জন বাংলাদেশী নাগরিককে বৃহস্পতিবার তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য এই নাগরিকগণ মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিগত কয়েক বছরে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে ত্রিপুরার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয় এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় মর্ডানসাইক্রিয়েটিক হাসপাতালে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়। তাদের পরিস্থিতির উন্নতি এবং হাসপাতাল কর্তৃক প্রত্যাবাসনে উপযুক্ত ঘোষণার পর বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাদের নাগরিকত্ব যাচাই এবং ভারতের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে আগরতলা আখাউড়া চেকপোস্ট এর মাধ্যমে নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। উক্ত প্রত্যাবর্তন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন, প্রথম সচিব মোঃ রেজাউল হক চৌধুরী,সহ অন্যান্যরা। বাংলাদেশ অংশে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুসুল আহমেদ নিজামী, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ মোঃ আবদুল হামিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দীর্ঘ বিচ্ছেদের পর পরিবারের সাথে মিলিত হওয়ার এই মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। পরিবারের সদস্যরা তাদের হারিয়ে যাওয়া আপনজনকে পুনরায় ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন এবং তারা এই সকল প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকারি হাইকমিশন সহ সকল কে বিশেষ ধন্যবাদ জানান।

Exit mobile version