Site icon janatar kalam

সরকার পরিবর্তনের পরেও আমাদের কোনো পরিবর্তন হয়নি : অনিয়মিত কর্মচারী স্বাস্থ দপ্তর

স্বাস্থ দপ্তরের অনিয়মিত কর্মচারীরা সোমবার রাজধানীর জিবি হাসপাতালের সামনে গণধর্নায় বসে। ধর্নায় জনৈক এক কর্মচারী বলেন বিগত ২৫ বছরে উনারা শোষিত লাঞ্চিত বঞ্চিত হয়েছেন , বর্তমান মুখ্যমন্ত্রী ১৮ সালের নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পেয়ে উনারা নতুন সরকার গঠন করতে যা যা করণীয় সব কিছুই করেছেন , কিন্তু সরকার বদলের পরে ও তাদের অবস্থার কোনো বদল হয়নি । তাই এদিন স্বাস্থ দপ্তরের অনিয়মিত কর্মচারীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন যে ২৫ বছরের নরকীয় জীবন থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য । পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী অনুকূল ঠাকুরের শিষ্য তাই মুখ্যমন্ত্রীর বচন শ্রী অনুকূলের বচন বলে ব্যাক্ত করেন তিনি ।

Exit mobile version