Site icon janatar kalam

রাজ্য মন্ত্রিসভায় নিয়োগ সংক্রান্ত বিষয় এবং বিমান পরিষেবার সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক বৈঠক এর ডাক দেন, এদিন তিনি রাজ্য মন্ত্রিসভার কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান ত্রিপুরা সরকার বিমানের জ্বালানি ATF-এর উপর কর ১৫ শতাংশ কমিয়েছে। এখন রাজ্যে এটিএফ-এর উপর মাত্র এক শতাংশ কর নেওয়া হবে। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম বিমানের জ্বালানিতে কর কমানো হল বড় আকারে। এই প্রসঙ্গে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন যে বিমানের জ্বালানি কর কমানোর সিদ্ধান্তের ফলে ত্রিপুরায় বিমানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি দাবি করেন, ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে বিমান ভ্রমণ আগের চেয়ে সস্তা হবে। বর্তমানে, ত্রিপুরায় বিমানের জ্বালানিতে করের হার ১৬ শতাংশ। আগে করের হার বেশি ছিল। 2018 সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠনের পর এটি 18 শতাংশ থেকে 16 শতাংশে কমিয়ে আনা হয়েছিল। আজ তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন এয়ারলাইন্সও সেবা দেওয়ার জন্য জ্বালানি সংগ্রহ করে। এই ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো সেবা দেওয়ার বিনিময়ে কম দামে তেল কিনবে। এতে কলকাতা ও গুয়াহাটিতে ফ্লাইটের সংখ্যা বাড়বে। এতে স্বভাবতই সুবিধা হবে ত্রিপুরার যাত্রীদের। তাছাড়া খোয়াই জেলার দায়রা জজ আদালতে নিয়োগ সংক্রান্ত তুলে ধরেন তিনি জানান খোয়াই দায়রা জজ আদালতে মোট 53 টি পোস্ট ছাড়া হয়েছে বলে জানিয়েছেন যে গুলির মধ্যে chief administritive cum accounts officer 1টি, office Superintendent 1টি, head clerk 6 টি, stenographer 6টি, udc 6টি এবং ldc 9টি পোস্টসহ অন্যান্য ১৫টি পোস্ট রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Exit mobile version