Site icon janatar kalam

অনলাইনে চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদন পত্র জমা দেওয়া পক্রিয়া – ভবতোষ সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার সন্ধ্যায় এক সাঙ্গাবাদিক বৈঠকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানান এ বছর প্রথম রাজ্যের পরীক্ষার্থীদের আবেদন পত্র অনলাইনে নেওয়া হয়েছে বলে , তাছাড়া আজ বিকেলবেলা অবধি যতোটুকু আবেদন পত্র পাওয়া গিয়েছে তা থেকে দেখা যাচ্ছে এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬,৯০০ জন এবং উচ্চ্ মাধ্যমিকের ক্ষেত্রে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৪,২০৭ জন। বিগত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭,২৮৮ জন এবং উচ্চ্ মাধ্যমিকের ক্ষেত্রে সেই সংখ্যা ছিল ৩১,৩১৪ জন। তা থেকে ধারণা করা হচ্ছে যে মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় ১০-১২ হাজারের কাছাকাছি মাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদন পত্র জমা দেওয়ার প্রসেসিং চলছে এবং উচ্চ মাধ্যমিকে প্রায় ৬-৭ হাজার পরীক্ষার্থীর আবেদন পত্র জমা দেওয়ার প্রসেসিং চলছে বলে।

Exit mobile version