জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার ৬৮ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে রাজধানী আগরতলা টাউন হলে সমবায় দপ্তর ও ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এর পক্ষ থেকে এক আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি যদি 2013-14 সালের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতেন তবে তিনি ত্রিপুরার কাঠামো পরিবর্তন করতে পারতেন। কারন আগের সরকার কীভাবে জিনিসগুলি পরিচালনা করতে হয় সে সম্পর্কে কোনও ধারণা ছিল না৷ তাদের বোঝার স্তর খুব খারাপ”, ছিল বলে জানান এবং “25 বছরে তারা কেন্দ্রের বিরুদ্ধে শুধুমাত্র বিক্ষোভ করেছে এবং কোন বাস্তব কাজ হয়নি বলে “, শ্রী দেব যোগ করেছেন। তাছাড়া তিনি এদিন আরও বলেন ত্রিপুরায় সরকারী সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কোনও সুযোগ নেই।বনমালিপুর নির্বাচনী এলাকার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করা যুবক কীভাবে সরকারি চাকরির জন্য দৌড়ানোর পরিবর্তে নিজের প্রকল্প শুরু করার পরিকল্পনা করছেন সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। পাশাপাশি তিনি এদিন “আমি একটি ছেলের সাথে দেখা করেছি, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে। সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি তাকে বলেছিলাম যে এই ক্ষেত্রে এখন কোন সুযোগ নেই। কিন্তু সে আমাকে বলেছিল যে তার সরকারি চাকরির প্রয়োজন নেই এবং সেও করবে না। অন্য রাজ্যে যাবেন না কিন্তু ত্রিপুরায় কিছু করবেন, আপনি কি দেখেছেন ত্রিপুরা কীভাবে বদলে যাচ্ছে?”, বলে বিপ্লব দেব প্রশ্ন রাখেন রাজ্যবাসীর কাছে।