জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের সামনে দেশের বর্তমান সরকার যে ধরনের নীতি নিয়ে দেশ পরিচালনা করছে তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি হিসেবে জনজাগরণ কর্মসূচি করা হয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারাদেশে আজকের দিনে প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি পালন করেন। দেশের বর্তমান মোদি সরকারের সীমাহীন দুর্নীতি এবং সামাজিক অবস্থার যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে তার জন্য দেশের মোদি সরকার বিশেষভাবে দায়ী বলে মনে করেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি। রোববার তারই অঙ্গ হিসেবে আগরতলার কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি হিসেবে জনজাগরণ কর্মসূচি পালন করা হয় এই দিনের কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের নেত্রী লক্ষ্মীনাগ বলেন কেন্দ্রীয় সরকার বর্তমান অবস্থা পরিবর্তন যদি না করে এবং জনসাধারণের উপর যেভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের বোঝা বইতে হচ্ছে তার জন্য আগামী দিনে রাজ্য কংগ্রেস কমিটি নিজেদের মধ্যে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলে জানান।