জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলা পুরনিগমের ২০ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে বুথ অফিস উদ্বোধন ও পদযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বুথ অফিস উদ্বোধন করার পর ২০ নং ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশগ্রহন করেন তিনি । এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এলাকার জনসাধারনের নিকট উন্নত ত্রিপুরা গড়ার লক্ষে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন।