শনিবার সরকারি আবাসে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বৈঠকে তিনি মোহনপুর রাঙাছড়া এলাকার যুবতী গনধর্ষণ ও নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন শ্রী বর্মন দোষীদের প্রকৃত শাস্তির আবেদন রাখেন রাজ্য সরকারের কাছে । পাশাপাশি তিনি রাজ্যের জনগণের কাছে আহ্ববান রাখেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রশাসনের সাথে মিলে রুখে দাঁড়ানোর জন্য।