Site icon janatar kalam

সর্বহারা শিক্ষকদের পাশে ত্রিপুরা পিপলস পার্টি

শনিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় । বৈঠকে দল মত নির্বিশেষে ১০৩২৩ শিক্ষকের পুনঃনিয়োগের দাবি রাখেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে পাঁচ হাজার সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বকেয়া বেতন মিটিয়ে দিয়ে স্থায়ীভাবে নিয়োগ এবং রাজ্যে এসপিকিউএম স্কিমের আওতায় ১২৯ টি মাদ্রাসায় কর্মরত ৩৬৯ জন শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী ও নিয়মিত করার দাবি রাখেন । এছাড়া মোহনপুরের রাঙাছড়ার যুবতীর ধর্ষণ ও নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনার ও তীব্র নিন্দা জানান ত্রিপুরা পিপলস পার্টি।

Exit mobile version