Site icon janatar kalam

নিজ এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী শিখা ব্যানার্জী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে জনগণের আশীর্বাদ যেন শাসক বিজেপি দলের প্রার্থীদের উপর থাকে সেই লক্ষে আজ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতি শিখা ব্যানার্জি মহোদয়া, কের চৌমুহনী শীব কালীবাড়ি থেকে আশীর্বাদ গ্রহন করে ৪৮ এবং ৪৯ নং বুথে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার সারলেন। এদিন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর আগমনে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সবাই বিপুল ভোটে শিখা ব্যানার্জি কে জেতাবার প্রতিজ্ঞা করলেন এবং এলাকায় সিপিএম নামক দলকে শূন্য করার দাবি রাখলেন৷

Exit mobile version