জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার তৃণমূল কংগ্রেস এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে এবং বৈঠকে ভোটারদের কাছে টিএমসিকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন৷ এদিন প্রাক্তন বিজেপি জাতীয় কার্যনির্বাহী দলের সদস্য রাজীব ব্যানার্জি বলেছেন, “বাম এবং কংগ্রেসকে ভোট দেওয়া শুধুই ভোটের অপচয়৷ টিএমসি প্রার্থীদের উপর প্রচুর আক্রমণ সংগঠিত হয়েছিল৷ কিন্তু একজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মানে হল টিএমসি সদস্যরা লড়াই করতে চায়।” ব্যানার্জি প্রশ্ন করেন, “এটা কেমন রাজনীতি যেখানে একজন প্রার্থীর ছেলেকে মারধর করা হয়? এখানে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। তাই আমি আবেদন করছি জনগণের কাছে টিএমসিকে ভোট দিতে। কেননা বিজেপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় পায়? কারণ তারা জানে যে কারচুপি ছাড়া জিততে পারবে না। যদি সমস্ত ভোটারকে বুথে যেতে দেওয়া হয় তবে বিজেপি একটি আসনও পাবে না বলে জানান তিনি”। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্য কনভেনার সুবল ভৌমিকসহ অন্যান্যরা।