রাজধানীর মহারাজা বীর বিক্রম কলেজের বারান্দায় রক্তের ছাপ, ঘটনাস্থলে পুলিশ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলার মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের বারান্দা থেকে শুরু করে মহিলা শৌচালয়ের দুটি রুমের ভেতর রক্তের ছাপ পাওয়া গেছে, কোথা থেকে আসলো এই রক্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলেজ টিলা ফাঁড়ির ওসি সমেত বিশাল পুলিশবাহিনী। খবর দেওয়া হয় ফরেনসিক ল্যাব ও ডগ স্কোয়াডকে, ঘটনার তদন্তে নেমেছে কিন্তু কোথা থেকে এই রক্তের চিহ্ন মহাবিদ্যালয় এর রুমের ভেতরে এল তা দেখে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনা সম্পর্কে কলেজের এক ক্লার্ক সংবাদমাধ্যমকে জানান এমবিবি মহাবিদ্যালয়ে এই ধরনের খবর পেয়ে পুলিশ ডগ স্কোয়াড ফরেনসিক ল্যাব তদন্ত করছে তারপরই সব রহস্যের উন্মোচন হবে বলে জানান তিনি।