জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ব্যাঙ্গালুরুর একটি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে কোয়ালিটি কুয়েশ্চন পেপার কিভাবে তৈরী করা যায় তা নিয়ে ৪ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকায় থাকবে বহিরাজ্যের কুয়েশ্চন এবং উল্লেখিত বিষয়ের এক্সপার্টরা, মূলত ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক ও সাোশিয়েল সায়েন্সের উপর প্রশিক্ষন দেওয়া হবে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ভবতোষ সাহা জানান এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন কলেজের অধ্যাপকরা উপস্থিত রয়েছেন এবং এই কর্মশালার ফলে কুয়ালিটি প্রশ্নপত্র তৈরী করতে শিক্ষক শিক্ষিকাদের সুবিধা হবে বলে জানান তিনি।