Site icon janatar kalam

১০৩২৩ এর পক্ষ থেকে বরদোয়ালী গ্রামীন ব্যাঙ্কে ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ১০২৩২ শিক্ষক শিক্ষিকারা নিজেদের ঋনের কিস্তি চাকরীর স্থায়ী সমাধান না হওয়া অবধি স্থগিত রাখার দাবী নিয়ে ১০৩২৩ শিক্ষকদের পক্ষ থেকে বড়দোয়ালী গ্রামীণ ব্যাংকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমল দেব বলেন, ২০ মাসেরও বেশি সময় ধরে কর্মহীন থাকায় চাকরিচ্যুত শিক্ষকরা দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না এবং এই সময়ের মধ্যে ব্যাংকের চাপ অসহনীয়। “অধিদপ্তর আমাদেরকে বরখাস্ত করেছে কিন্তু আমাদের কোন বরখাস্ত পত্র দিতে ব্যর্থ হয়েছে যা আমাদের জন্য বিভিন্ন ব্যাংক সংক্রান্ত সমস্যা তৈরি করেছে”, কমল দেব বলেন।যাইহোক, ব্যাংক ব্যবস্থাপক ঋণ পুনরুদ্ধারের সময় বাড়ানোর জন্য সম্মত হয়েছেন বলে জানা গেছে এবং এটিও আশ্বস্ত করা হয়েছে যে আপাতত ঋণ পরিশোধের জন্য বন্ধ শিক্ষকদের উপর কোন চাপ দেওয়া হবে না।

Exit mobile version