Site icon janatar kalam

রামনগর স্পোটিং ক্লাবে আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে কোভিদ টিকাকরণ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার রামনগর রোড নং ৪ স্থিত রামনগর স্পোটিং ক্লাবে আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে কোভিদ টিকাকরণ এর আয়োজন করা হয়। আজ সেই টিকাকরণ কেন্দ্রটি পরিদর্শন করতে যান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নাগরিক স্বাস্থ্য সুরক্ষা প্রাধান্য দিয়ে কোভিড টিকাকরণের প্রথম ডোজের মত দ্বিতীয় ডোজেও নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে গুচ্ছ পরিকল্পনা সফল রূপায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ডিজিটাল পন্থায় গোটা দেশে এতো বড় মাত্রায় টিকাকরণের সাফল্যের সম্পর্কে জানতে আগ্রহী বিভিন্ন রাষ্ট্রনেতারাও। ক্লাব ফোরামের সহায়তায় রামনগর স্পোর্টিং ক্লাবে আয়োজিত কোভিড টিকাকরনের মত কর্মসূচি হাতে নেওয়া খুবই প্রশংসনীয় এর দ্বারা এলাকার মানুষ অনেক উপকৃত হবেন তাছাড়া আমাদের রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের সংক্রমণের হার বিবেচনায় রেখে প্রয়োজন টিকাকরণ ও কোভিড আচরণবিধির যথাযথ মান্যতা দেওয়া হচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি।

Exit mobile version