Site icon janatar kalam

বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হলেন বিজেপি প্রার্থী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার সকালে আগরতলা পুর নিগমের ২০নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্ত বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশা নিয়ে প্রচারে বের হন তিনি। প্রার্থী রত্না দত্ত জানান বিগত ১০ বছর ধরে ২০নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর হিসাবে কাজ করেছিলেন ও এলাকার জনগণ ও উনাকে ভোট দিয়ে জয় করেছিলেন। এলাকার জনগণের অনেক প্রত্যাশা ও অনেক আশা এখনো রয়ে গেছে তাই এইবারও বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী রত্না দত্ত তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পৌরসভা৫১ টি ওয়াড জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে উপহার দেবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তাকে করার জন্য এগিয়ে আসবেন বলে জানান।

Exit mobile version