জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। এদিনে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে ভাইদের আশীর্বাদ করে থাকেন। আর এই ভাই ফোটার আয়োজন করা হল রাজ্যের বোনদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে। শনিবার বোনেদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বোনদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বোনেদের এই আশীর্বাদ আগামীদিনে রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়ার ক্ষেত্রে শক্তির যোগান দেবে বলে জানান।