Site icon janatar kalam

আন্দোলনে জয়ী এন এস ইউ আই , মুলতুবি থাকা স্কলারশিপ পাচ্ছেন উপজাতি ছাত্রছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্য এন এস ইউ আই এক সাংবাদিক বৈঠকের ডাক দেন। এদিনের বৈঠকে ছাত্রনেতা সম্রাট রায় বলেন গত ৩রা নভেম্বর এসটি ১৬,০০০ ছাত্রছাত্রীদের মুলতুবি থাকা স্কলারশিপ নিয়ে রাজ্যের পি এফ এম এস দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল আজ “প্রায় 12 ঘন্টা ধরে প্রতিবাদ করার পরে, বিভাগ সম্মত হয়েছে এবং সমস্ত এসটি শিক্ষার্থীদের 2 থেকে 3 দিনের মধ্যে উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছিল সেটা আজ থেকে ২, ৩ দিনের মধ্যে সমস্ত এসটি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক একাউন্ট এ দিয়ে দেওয়া হবে জানিয়েছেন দপ্তর বলে জানান তিনি। তাছাড়া এদিন তিনি এটা শিক্ষার্থীদের বিজয় বলে অভিমত প্রকাশ করেন। পাশাপাশি তিনি আরো জানান এখনও ওবিসি শিক্ষার্থীরা উপবৃত্তি পায়নি এবং এন এস ইউ আই দাবি রাখছে যে এটিও খুব শীঘ্রই সাফ করা উচিত নয়তো এন এস ইউ আই আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version