Site icon janatar kalam

লঙ্কামুড়া এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে এলাকার বিধায়ক দিলীপ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ দাস লংকামুড়া এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে যান এবং এলাকার বিধায়ক দিলীপ কুমার দাস সেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর কাজ কতটুকু এগিয়েছে তা খতিয়ে দেখেন।পরিদর্শন শেষে বিধায়ক দিলীপ দাস সংবাদমাধ্যমকে জানান বিগত দিনে যে প্রজেক্ট শুরু হবার পর সময়ে শেষ হত না সেই জায়গায় বর্তমান রাজ্য সরকার সময়ের কাজ সময়ে শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করে আসছে এবং আগামী দিনে ও একই পরিকল্পনা নিয়ে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন তাছাড়া এই পরিকল্পনা মাফিক কাজ করার ফলে 2022 সালের মধ্যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা যাবে বলে মত প্রকাশ করেন তিনি।

Exit mobile version