জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা মেডিক্যাল কলেজের (TMC) স্টাফ নার্সরা আজ নিয়মিত করার দাবিতে বিক্ষোভে বসেছেন। নার্সরা 5 বছর 10 মাস ধরে কাজ করেছে বলে জানা গেছে এবং তাদের সবাইকে যথাযথ ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। কিন্তু আজ এক বৈঠকে নার্সরা নিয়মিতকরণের দাবি জানালে কর্তৃপক্ষ তাদের আবেদন মানতে রাজি হয়নি। এতে নার্সদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদে বসেন। 2015 সালে পরীক্ষা শেষে ডিসেম্বরে নার্স নিয়োগ করা হয় এবং পরবর্তী বছরগুলিতে তাদের মধ্যে 6 জনকে সারিবদ্ধভাবে নিয়মিত করা হয়, কিন্তু 48 সংখ্যক নার্স এখনও নিয়মিত হয়নি বলে জানিয়েছে। মিডিয়ার সামনে নার্সরা। তাই অতিসত্তর যেন এই নার্সদের নিয়মিতকরণে সরকার এবং দপ্তর সদর্থক ভূমিকা নেন তার দাবি উঠেছে প্রতিবাদস্থল থেকে।