জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে প্রার্থী দিল তিপ্রামথা মোট পাঁচটি ওয়ার্ড এর চারজন মহিলা প্রার্থী ও একজন পুরুষ প্রার্থী দিয়ে চমক দিলেন আঞ্চলিক দল তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার সদর মহকুমা শাসক অফিসে এমডিসি চিত্তরঞ্জন দেববর্মা নেতৃত্বে 5 জন মনোনীত প্রার্থী তাদের মনোনয়ন জমা দিলেন।তিপ্রা মথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা আগেই বলেছিল শুধু গ্রামে তাদের দল থাকবে না সারা রাজ্যে তাদের দল ছড়িয়ে দেবে আর আজ তা করে দেখালেন ত্রিপুরা মাথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববমা। ত্রিপুরার সার্বিক উন্নয়নের দিকে তাকিয়ে নিজের দলকে আরো চাঙ্গা করে তুলতেছেন মহারাজ শুধু পৌরনিগম নির্বাচন নয় আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা সব কেন্দ্রে প্রার্থী দেবে তা পৌরসভার নির্বাচনে বুঝিয়ে দিলেন। মঙ্গলবার আগরতলা সদর মহকুমার শাসক অফিসে এমডিসি চিত্তরঞ্জন দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জানান পৌরসভা নির্বাচনে মোট 5 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে চারজন মহিলা একজন পুরুষ জয় নিয়ে শতাংশ১০০ নিশ্চিত বলে জানান এমডিসি চিত্তরঞ্জন দেববর্মা