Site icon janatar kalam

নিজ এলাকার প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ছাপ ফেলতে আগেই মাঠে নেমে পড়েন শাসক দল বিজেপি, বিরোধীদের তুলনায় অনেকাংশে এগিয়ে শাসক বিজেপি। দলের প্রার্থীদের জয়ী করানোর উদ্দেশ্যে মাঠ চোষে প্রচার চালাচ্ছেন শাসক দল। এবার নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা, ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত মিছিলের মধ্য দিয়ে এসে মনোনয়ন পত্র জমা দিল রাণীরবাজার পুর-পরিষদের ১৩ টি ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মনোনিত প্রার্থীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সংবাদমাধ্যমকে দলের এক কর্মকর্তা নির্বাচনে তাদের জয় ১০০% নিশ্চিত এবং বিগত বাম শাসনের অভিজ্ঞতার নিরিখে জনগনের ব্যাপক সাড়া তাদের মধ্যে রয়েছে বলে মত প্রকাশ করেন।

Exit mobile version