আসাম রাইফেলসের উদ্যোগে সিপাহীজলা জেলার থেলাকুম বাড়ি হাইস্কুলে আয়োজিত হল আর্মি মেলা । ছাত্রছাত্রীদের মধ্যে আসাম রাইফেলস এবং সশস্ত্রবাহিনীর নিয়ম কানুন সম্পর্কে অবগত করার লক্ষেই এই মেলার আয়োজন । এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরদের বিভিন্ন অস্ত্র সস্ত্র বিষয়ে নানা তথ্য প্রদান করা হয় । সেই সঙ্গে আর্মিতে যোগদান করে দেশের সভায় নিয়োজিত হতে উৎসাহ প্রদান করা হয় । এদিনের মেলায় এলাকার গ্রামবাসী, ছাত্রছাত্রী সহ অনেকেই অংশ গ্রহণ করেন ।