জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুর নিগম নির্বাচনের দীনক্ষন ঘোষণা দেওয়ার পর নির্বাচনে যেন দলীয় প্রার্থীরা জয়যুক্ত হয় তার জন্যে মাঠ চোষে জোর প্রচার চালিয়ে যাচ্ছে শাসক বিজেপি। তাছাড়া চলছে বাড়ি বাড়ি প্রার্থীদের নিয়ে প্রচার। যে জায়গায় প্রধান বিরোধী বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষনা করে মনোনয়ন পত্র জমা দিয়েছে সে জায়গায় এখন পিছিয়ে নেয় শাসক বিজেপিও। কেননা ৭ রামনগরের জননেতা সুরজিৎ দত্তকে সঙ্গে নিয়ে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৭ রামনগরের মনোনিত প্রার্থীরা। এদিন মন্ডল সভাপতি তাপস কুমার দেব দলের মনোনিত প্রার্থীদের জয় নিয়ে ১০০% আশাবাদী বলে জানান।