জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন পৌরনিগম নির্বাচন ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এর প্রার্থী ঘোষণা করা হয় আজ। আজ আংশিক ভাবে ৩৪ জনের নাম ঘোষণা করা হয় এবং আসন্ন পুর নিগম নির্বাচনের জন্য বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে আলোচনা করে তাদের পছন্দের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন বর্তমান রাজ্য সরকার স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা রাজ্যে এনেছেন কিন্তু রাজ্যের জনসাধারণ কোন প্রকার সুবিধা পাচ্ছেন না তাই রাজ্যের জনসাধারণের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।