জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেলার মাঠ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তের কোন বিকল্প নেই। একে অপরের রক্তদানের মাধ্যমে চলে সংযোগ। আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে। তাই রক্তদানে যাতে উদ্ভূত হয়ে ১৮-৬৫ বছরে যারা জটিল রোগে আক্রান্ত নয় তারা যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন উৎসবের মেজাজে রাজ্যে করোনা টিকাকরণ হয়েছে। ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত ৯৫ শতাংশের কাছাকাছি টিকাকরণ হয়ে গেছে। এখন রাজ্যে করোনা অনেকটাই কমের দিকে যাচ্ছে। ফলে আবার ছন্দে ফিরছে রক্তদান শিবির। তবে এদিন শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।