Site icon janatar kalam

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের হারিয়ে যাওয়া শিশুদের ফিরিয়ে এনেছে শিশু সুরক্ষা কমিশন : নিলিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে একদিনের কর্মশালার আয়োজন করাহয় । উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ সহ আরো অন্যান্য আধিকারিক গন। এদিনের কর্মসূচিতে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষৎ, তাঁদেরকে নেশামুক্ত করে সঠিক পথে আনা সেটাই অন্তিম কাজ হওয়া দরকার। যে যে দপ্তর গুলো শিশুদের নিয়ে সংযুক্ত আছেন তারা যেন আরো মানবিক হন আন্তরিক হন শিশুদের প্রতি তিনি তাঁদের প্রতি আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আরো বলেন শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যার কাছেই যেকোনো ব্যাপারে সাহায্য চেয়ে থেকেন তিনি পেয়ে থাকেন বিশেষ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান সবসময় পাশে থেকে আরো বেশি সাহায্য করার জন্য।

Exit mobile version