জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অল ইন্ডিয়া ডি এস ও এর পক্ষ থেকে পোস্ট অফিস চৌমুনী এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202 তম জন্মদিন পালন করা হয় উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে। এদিনের কর্মসূচিতে অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সংবাদমাধ্যমকে জানান বিদ্যাসাগর ছিলেন এই দেশের ভারতীয় নবজাগরণের প্রতিকৃত এবং শ্রী শিক্ষা বিস্তার,সমাজ সংস্কারক,বিধবা বিবাহ এই সমস্ত সামাজিক কাজ করতে করতে নিজ জীবন ধন সম্পদ সমাজের জন্য বিলি করে দিয়েছিলেন তিনি । পাশাপাশি বিদ্যাসাগর চেয়েছিলেন এই দেশে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি প্রচলন করতে কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পরেও বিদ্যাসাগর যে স্বপ্ন আধুনিক ভারত স্বপ্ন তা এখনো করতে পারেন নি বলে জানান তিনি