Site icon janatar kalam

উদয়পুরেও পালিত হলো পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105 তম জন্মজয়ন্তীতে

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :-তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105 তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শনিবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর,দাস, প্রাক্তন শিক্ষক তথা সৈনিক সমীর চক্রবর্তী, গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক মনোজ দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক মনোজ দেববর্মা। অনুষ্ঠানে সাধারন মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী নিয়ে মূল্যবান আলোচনা করেন সকল অতিথিরা।

Exit mobile version