জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর জিবি ৭৯ টিলা এলাকার রাস্তার ধারে ক্ষুদ্র মাংস ব্যবসায়ীদের দোকান ভেঙ্গে দেয় এ এম সির আধিকারিকরা। এই কারণে আজ ব্যবসায়ীরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে বিগত দিনে তারা বাজারের মধ্যে দোকান চালাতো কিছু অসাধু মাংস ব্যাপসায়ী রাস্তার ধারে এসে দোকান চালানোতে বাজারে খরিদ্দার না আসায় প্রায় ২৪/২৫জন ব্যাপসায়ী তারাও রাস্তার ধারে এসে ব্যাপসা শুরু করতে লাগলো গতকাল হটাৎ করে AMC থেকে লোক এসে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যায় তাঁরই পরিপেক্ষিতে আজ মাংস ব্যাপসায়ীরা একত্র হয়ে সরকারের কাছে মিনতি জানান যে তাঁদের এই পরিস্তিতে পাশে দাঁড়িয়ে যথাযত ব্যবস্থা গ্রহণ করার জন্য।