Site icon janatar kalam

ইট ভাট্টার অফিস কক্ষে ঢুকে এক ব্যাক্তি মারধর…. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা, বিলোনিয়া প্রতিনিধি :- ইট ভাট্টার অফিস কক্ষে ঢুকে এক ব্যাক্তি হঠাৎ তান্ডব চালিয়ে , সহ কারি ম্যানেজারকে মারধর সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে ভেঙ্গে ফেলে , মাটিতে ছুঁড়ে ফেলে দেয় টিকেট । ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এস এস বি নামে ইট ভাট্টায় । বিলোনিয়া থানাতে নাম ধাম দিয়ে মামলা দায়ের করে এসএসবি নামক ইট ভাট্টার কর্তৃপক্ষের থেকে ।এই ইট ভাটার সহকারী ম্যানেজারের নাম সাগর বনিক । যার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে সে হলো ,কালা চরন বসু ওরফে বাসু । খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত সহকারী ম্যানেজারের কাছ থেকে জানা যায়, কালা চরন বসু ওরফে বাসু নাকি হঠাৎ বাইক নিয়ে ইট ভাট্টার মধ্যে ঢুকে, বাইক থামিয়ে অফিস কক্ষে এসে গালিগালাজ ও হুমকি দিতে থাকে । এরপর অফিস কক্ষের টেবিলের উপর রাখা বিভিন্ন ‌জিনিস পত্র লন্ডভন্ড করে ফেলে দেওয়ার পর অভিযোগ সহ সহকারী ম্যানেজারকে মারধর করে পর নাকি বাসু । বাসুর বিরুদ্ধে আরো অভিযোগ, এই বাসু অফিসের কক্ষ থেকে বাইক নিয়ে বের হয়ে যাওয়ার সময় নাকি হুমকিও দিয়ে যায়, তোদের মালিক জীবন ভৌমিক যদি সাত দিনের মধ্যে জায়গা না ছাড়ে , মালিক কর্মচারি সকলকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে । এদিকে এস এস বি ইট ভাট্টাতে কাজ করতে আসা শ্রমিকদের কাজ না করার জন্য হুমকি দেয় বলে ও অভিযোগ উঠেছে শ্রমিকদের পক্ষ থেকে ।

Exit mobile version