Site icon janatar kalam

প্রধানমন্ত্রীর ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেবা সমর্পণ অভিযানের অঙ্গ হিসেবে 35 বিলোনিয়া মন্ডল তপশিলি জাতি মোর্চা এবং ডক্টরস সেল এর উদ্যোগে মাইছড়া ভারতমাতা কমিউনিটি হলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ঔষধ প্রদান। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মাইছড়া ভারতমাতা কমিউনিটি হলে এই স্বাস্থ্য শিবির কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। উপস্থিত ছিলেন 35 বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার, তপশিলি জাতির মোর্চার মন্ডল সভাপতি রঞ্জিত দাস, তপশিলি জাতি মোর্চা মন্ডল সাধারণ সম্পাদক অমল মজুমদার, তপশিলি জাতি মোর্চার জেলা সাধারণ সম্পাদক রাজেশ দাস। ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অজয় বিশ্বাস, ববিতা দেবনাথ এবং ডক্টর সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাক্তার তন্ময় দাস, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরবিন্দু মজুমদার সহ আরো অন্যান্যরা।

Exit mobile version