জনতার কলম ত্রিপুরার আগরতলা :-রাজধানী রামনগর রোড নাম্বার ৪ স্থিত রাম ঠাকুর সেবা মন্দির এর উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর রবিবার আশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করার কর্মসূচী হাতে নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের ঘোষণা দেন মন্দিরের সভাপতি দীপক মজুমদার। তিনি জানান পূজার মরশুমে রক্তদানের শিবির গুলি একটু কমে যায় তারফলে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা এমন অবস্থায় রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগকে তিনি সাধুবাদ জানায় এই ধরণের কর্মসূচি হাতে নেওয়ায় ।পাশাপাশি তিনি আরো বলতে গিয়ে জানান যে এই রামঠাকুর সেবা মন্দির শুধু রক্তদান নয় করোনা প্রতিস্থিতিতে এলাকার সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী পর্যন্ত তুলে দেয় এবং প্রয়োজনে আগামী দিনেও এই ধরণের কর্মসূচি নিয়ে থাকবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সচিব আশীষ পাল সহ অন্যান্য কতৃপক্ষরা ।