জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা হল ১.৭০ লক্ষ কোটি টাকার এক ব্যাপক ত্রাণ প্যাকেজ যা দরীদ্রদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আশীর্বাদ স্বরূপ। ২০২০ সালের মার্চ মাসে এটি প্রথম ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জী। গরীবদের হাতে খাবার ও টাকা পৌঁছানোর মাধ্যমে দরিদ্রতম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যাতে তাদের অপরিহার্য সামগ্রী কিনতে এবং প্রয়োজনীয় চাহিদা মেটাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তারই পরিপেক্ষিতে আজ আগরতলায় বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের ভূমি কন্যা প্রতিমা ভৌমিক এবং গরিব অংশের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তবে এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে মুখে খুশি পরিলক্ষিত করা হলো,