Site icon janatar kalam

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সহায়তায় মানুষের পাশে থাকার লক্ষ্যে সরকার কাজ করে চলছে – মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি:- শুধু করোনাকে তাড়ানোই যথেষ্ট নয়, যারা বিগত দিনে রাজ্যকে পিছিয়ে রেখেছেন, রাজ্যের উন্নয়ন ও জাতীয়তা বিরোধী শক্তিকেও প্রতিরোধ করতে হবে। ভূয়ো টেলিফোনের মাধ্যমে যারা রাজ্যে নতুন সংস্কৃতির আমদানি করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত, জনগণকে ঠকানোর তাদের ঐ চক্রান্ত সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমানে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত ও জনকল্যানে একাধিক প্রকল্প সফল ভাবে বাস্তবায়িত হলেও বিগত দিনে আন্তরিকতার ঘাটতি ছিল। আজ আগর, রাবার সহ সম্ভাবনাময় নানান দিক রোজগারের নয়া দিগন্তের সূচনা করছে। বুধবার ভারতীয় জনতা পার্টির কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত মহা জনসমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিন তিনি আরো জানান নানান অজুহাতে চাঁদা সংগ্রহের বদলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সহায়তামূলক প্রকল্পের সহায়তায় মানুষের পাশে থাকার লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে চলেছি। সদ্য সংগঠিত উদয়পুর বার এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী বিজেপি প্রার্থীরা আজ জনসভা মঞ্চে এসে আমার সঙ্গে দেখা করেন। আজকে জনসভার মঞ্চ থেকে যখন আমি সাধারন মানুষকে জিজ্ঞেস করি যে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তখন তারা সবাই দুহাত তুলে আমাকে জানায় যে তারা সকল সুবিধা পাচ্ছে।

Exit mobile version