জনতার কলম প্রতিনিধি:- ভারতীয় জনতা পার্টির কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে এক মহা জনসমাবেশের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের কর্মসূচিতে ৭২০ পরিবারের ২৮৯১ জন রাজ্যের মূল উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত হন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপির পৃষ্ঠা প্রমুখদের নিঃস্বার্থ পরিশ্রম, কর্মনিষ্ঠা ও রাজ্যবাসীর আশীর্বাদ আমাকে এই এই দায়িত্বে বসিয়েছে। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে সমগ্র রাজ্যে। কিন্তু বিগত দিনে এই কাকড়াবন এলাকা থেকে একজন প্রতিনিধি মন্ত্রীসভার সদস্য হওয়ার পরেও এই অঞ্চল উন্নয়নের প্রশ্নে ছিল উপেক্ষিত। কিন্তু বর্তমানে মোদীজির বিকাশের ভাবনায় রাজনৈতিক সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমস্ত ক্ষেত্রেই উন্নয়নের নিরিখে সফলতা এসেছে। এখানেই নীতিগত পার্থক্য। ভারতীয় জনতা পার্টির ১১ জন নিষ্ঠাবান কর্যকর্তা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার মৃত্যুর পরেও পাশে থাকে।