জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার আগরতলার বেসরকারি হোটেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কর্মী বাট্টু চক্রবর্তী সহ কংগ্রেস দলের বেশ কয়েকজন কর্মী পশ্চিমবঙ্গের সাংসদ ডঃ শান্তনু সেন এবং তৃনমুল কংগ্রেস এর নেএি সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।শেষ মুহূর্তে বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর৷ ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ত্রিপুরা সফরে আদালত অবমাননা হতে পারে, এমন আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল করা হল বলেই তৃণমূল কংগ্রেস এর সাংসদ জানান তিনি আরো বলেন তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ত্রিপুরায় বিজেপি সরকারের অনুমতি নিয়েই আইন অনুযায়ী সমস্ত কর্মসূচির অনুমতি চেয়ে বার বার প্রত্যাখ্যাত হতে হয়েছে তাদের৷ বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷ ‘আদালতের দ্বারস্থ হয়ে আমরা জানতে পারলাম, পশ্চিম জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷’ তৃণমূলের তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনেই ত্রিপুরায় দলের কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে৷ তবে ত্রিপুরা সরকার একতরফা ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষমতা তাদের আছে কি না, তা জানতে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন।