জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নেশার পাশাপাশি জুয়ার আসরও। তাই নেশা কারবার এবং জুয়ার আসর বন্ধ করার লক্ষ্যে রাজ্যের প্রশাসন উঠে পড়ে লেগেছে, রবিবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা বটতলা হাওড়া মার্কেট এলাকায় পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে 5 জন জুয়াড়িকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করে থানায় নিয়ে আসে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় পশ্চিম থানার পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান রাজ্যের উন্নয়ন এবং রাজ্য যুব সমাজের ভবিষ্যৎ যেন বিনষ্টের দিকে না যায় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনেও প্রশাসনের এ ধরনের অভিযান জারি থাকবে বলে।